মাতা মেরি,
আমাদের ক্ষমা করো।
গির্জার ঘন্টাকে মোবাইলের রিংটোন করে
আমরা ভুলে গেছি- মানবতা।
মানবের প্রেম আজ নগ্ন,
যোনিতে ঢুকে থাকা প্রতিটি দন্ড
আজ ভালবাসার সংজ্ঞা দেয়।
হৃদয়কে তুচ্ছ করে সারাবিশ্ব
ভালবাসার ব্যবসা খুলেছে প্রতিটি ল্যাম্পপোস্টের নিচে;
আর দালালরা ছেয়ে গেছে কর্পোরেট ঢং-এ।
তোমার ক্রুশবিদ্ধ সন্তানদের মনে আজ মানবতা জাগে না;
প্রতিহিংসা ও প্রতিশোধের বাণিজ্যে ভিড় করা রাষ্ট্র
মুখ বুজে মেনে নেয় শত অন্যায়,
শাসনের তীর ঝুলে থাকে শুধু নিন্মশ্রেণির গলায়।
নগ্ন প্রেম কখনো মানবতার কথা বলতে পারে না,
প্রতিহিংসা কখনো মঙ্গলময় হয় না,
বন্দুকের নলে আটকে থাকে শুধুই প্রতিশোধ
- এসব কখনোই ভালবাসার সংজ্ঞা দিতে পারে না।
ক্ষমা করো মাতা,
আমাদের ধ্বংস করতে পাঠাও একটি বিধ্বংসী সাইক্লোন,
আমরা মানব হয়েও মানবতাকে করেছি
মোবাইলের রিংটোন।
আমাদের ক্ষমা করো।
গির্জার ঘন্টাকে মোবাইলের রিংটোন করে
আমরা ভুলে গেছি- মানবতা।
মানবের প্রেম আজ নগ্ন,
যোনিতে ঢুকে থাকা প্রতিটি দন্ড
আজ ভালবাসার সংজ্ঞা দেয়।
হৃদয়কে তুচ্ছ করে সারাবিশ্ব
ভালবাসার ব্যবসা খুলেছে প্রতিটি ল্যাম্পপোস্টের নিচে;
আর দালালরা ছেয়ে গেছে কর্পোরেট ঢং-এ।
তোমার ক্রুশবিদ্ধ সন্তানদের মনে আজ মানবতা জাগে না;
প্রতিহিংসা ও প্রতিশোধের বাণিজ্যে ভিড় করা রাষ্ট্র
মুখ বুজে মেনে নেয় শত অন্যায়,
শাসনের তীর ঝুলে থাকে শুধু নিন্মশ্রেণির গলায়।
নগ্ন প্রেম কখনো মানবতার কথা বলতে পারে না,
প্রতিহিংসা কখনো মঙ্গলময় হয় না,
বন্দুকের নলে আটকে থাকে শুধুই প্রতিশোধ
- এসব কখনোই ভালবাসার সংজ্ঞা দিতে পারে না।
ক্ষমা করো মাতা,
আমাদের ধ্বংস করতে পাঠাও একটি বিধ্বংসী সাইক্লোন,
আমরা মানব হয়েও মানবতাকে করেছি
মোবাইলের রিংটোন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন