বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

ঈশ্বর থেকে কবি

একসময় আমি ঈশ্বর ছিলাম,
আর তুমি ছিলে দেবী।
তোমার রূপের মোহে, গুণের ছলনায়
আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম।
সে-ই আমাদের প্রথম প্রণয়, প্রথম স্বস্তি।
এ সঙ্গমের বিপরীতে তুমি
তোমার প্রতিচ্ছবি দেখার জন্য
আয়না চাইলে;
আর আমি হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রলোভনে
আমাদের চারপাশে সমুদ্র করে দিলাম।
এরপর তুমি সবুজ একটি দেশ চাইলে
এবং সেখানের সর্বত্র দেখতে চাইলে
তোমার ছায়া;
আমি পৃথিবীর বুকে বাংলাদেশ এঁকে দিলাম,
এবং দেশটি করে দিলাম নদীমাতৃক।
তুমি এখনো দেবী,
আর তোমার বর রাখতে গিয়ে
আমি ঈশ্বর থেকে হলাম-
এ বাংলাদেশের একজন কবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন