আমি একদিন নিখোঁজ হব;
প্রিয়তমার কান্নার জলে নৌকা ভাসিয়ে,
প্রিয়জনের আহাজারির শব্দে ভেঁপু বাজিয়ে,
শূন্য অংকের সমাধান খুঁজতে
নিখোঁজ হবই;
কোন নিয়মের তোয়াক্কা ছাড়া
সরল গণিতের ল্যাটা চুকিয়ে,
ক্লান্ত পাখির কণ্ঠ লুটে
সে কণ্ঠে গান বেঁধে,
জাগরণের হুংকার দিতে
নিখোঁজ হবোই;
বিশ্বাসী মনে মরিচা জমলে
সময় করে মিলিয়ে নিও।
প্রিয়তমার কান্নার জলে নৌকা ভাসিয়ে,
প্রিয়জনের আহাজারির শব্দে ভেঁপু বাজিয়ে,
শূন্য অংকের সমাধান খুঁজতে
নিখোঁজ হবই;
কোন নিয়মের তোয়াক্কা ছাড়া
সরল গণিতের ল্যাটা চুকিয়ে,
ক্লান্ত পাখির কণ্ঠ লুটে
সে কণ্ঠে গান বেঁধে,
জাগরণের হুংকার দিতে
নিখোঁজ হবোই;
বিশ্বাসী মনে মরিচা জমলে
সময় করে মিলিয়ে নিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন